LAST UPDATED ON : 12-10-2024
  POLICE CONTROL ROOM: 100 / 03582-227800     CHILD LINE : 1098

  সচেতনতা মূলক অনুষ্ঠান

গতকাল ২৩.০৭.২০১৯ তারিখে কোচবিহার সদর মহিলা থানার উদ্যোগে সামাজিক সচেতনতামূলক বিষয়ে একটি আলোচনা সভা করা হয় শহরের ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়ে I উক্ত আলোচনা সভাতে উপস্থিত ছিলেন মহিলা থানার ভারপ্রাপ্ত অফিসার শ্রীমতি ডিকিলামু ভুটিয়া I এই আলোচনা সভাতে বিদ্যালয়ের শিক্ষিকা এবং ছাত্রীরা অংশগ্রহণ করেন I এই সভাতে মহিলাদের সাথে সংগঠিত অপরাধ সম্পর্কে যেমন ইভটিজিং , শিশুদের যৌন হেনস্থা থেকে রক্ষার বিষয়ে আইন সমূহ নিয়ে আলোচনা করা হয় I পুলিশের পক্ষ থেকে ছাত্রীদের fecebook এবং whatsapp এর অপব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে সচেতন করা হয় I কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রকার অনুষ্ঠান জেলার বিভিন্ন বিদ্যালয়ে ব্যবস্থা করা হবে I শিশু ও নারী সুরক্ষার স্বার্থে কোচবিহার জেলা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে

Activities

Total Visitors http://www.hitwebcounter.com/

Emergency Help Line & Links


2015 © Cooch Behar Police | All Rights Reserved Design And Developed By: SOFTHILLS TECHNOLOGIES PVT LTD