LAST UPDATED ON : 12-10-2024
  POLICE CONTROL ROOM: 100 / 03582-227800     CHILD LINE : 1098

  দিনহাটার পুটিমারী উচ্চ বিদ্যালয়ে দিনহাটা থানার ব্যবস্থাপনায় এক আলোচনা সভা

দেশের স্বাধীনতা আন্দোলনে নারীদের বিশেষ ভুমিকা রয়েছে। ভারতীয় নারীর একাল সেকাল নিয়ে দিনহাটার পুটিমারী উচ্চ বিদ্যালয়ে দিনহাটা থানার ব্যবস্থাপনায় এক আলোচনা সভার আয়োজন করে ‘অভয়া’ কন্যাশ্রী সংঘ।বৃহস্পতিবার ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, নাট্য পরিচালক কল্যাণময় দাস, শিক্ষক অনির্বাণ নাগ , শিক্ষক প্রলয় ভট্টাচার্য, স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক দিব্যেন্দু ভৌমিক প্রমূখ । শিক্ষাঙ্গনে এই আলোচনার মাধ্যমে নারী প্রগতি নিয়ে বিস্তর আলোচনা হয়। নারীদের লড়াইকে আরও দৃঢ় করার আহ্বান জানান উপস্থিত বক্তারা। পাশাপাশি একাল ও সেকালের নারীদের তুলনাও টেনে আনেন বক্তারা। সেকালের নারীদের সুযোগ অনেক কম থাকা সত্ত্বেও তারা ছিলেন অনেক এগিয়ে। দিনহাটা থানার আইসি তার বক্তব্যে বলেন,‘আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে আইন বিরুদ্ধ এবং এই বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষের সাথে নারীদেরও এগিয়ে আসতে হবে। সমাজে নারীদেরকেই বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে I বাল্য বিবাহ রোধ করা একটি বিশেষ সামাজিক দায়িত্ব I' সভায় মহীয়সী নারীদের সংগ্রামের কথাও তুলে ধরেন বক্তারা।এদিনের এই আলোচনা শুনতে ওই বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা উপস্থিত ছিলেন।এই আলোচনায় অংশ নিয়ে ছাত্রীরা সামাজিক প্রেক্ষাপটে যথেষ্ট উপকৃত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিব্যেন্দু ভৌমিক ।

Activities

Total Visitors http://www.hitwebcounter.com/

Emergency Help Line & Links


2015 © Cooch Behar Police | All Rights Reserved Design And Developed By: SOFTHILLS TECHNOLOGIES PVT LTD