LAST UPDATED ON : 12-10-2024
  POLICE CONTROL ROOM: 100 / 03582-227800     CHILD LINE : 1098

  SAFE DRIVE SAVE LIFE কে সামনে রেখে মাথাভাঙ্গা থানা ও মাথাভাঙ্গা ট্রাফিক শাখার উদ্যোগে একটি আলোচনা সভা

আজ 04.08 2019 তারিখে " SAFE DRIVE SAVE LIFE কে সামনে রেখে মাথাভাঙ্গা থানা ও মাথাভাঙ্গা ট্রাফিক শাখার উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় I উক্ত আলোচনা সভাতে মাথাভাঙ্গা এবং তৎ সংলগ্ন এলাকার প্রায় 200 জন TOTO চালক উপস্থিত ছিলেন I এই TOTO চালকদের শহরে যত্র তত্র বেআইনি পার্কিং করা , অতিরিক্ত যাত্রীবাহন করা , বেপরোয়া গতিতে টোটো চালানো ইত্যাদি বিষয়ে সচেতন করে দেওয়া হয় I অনুষ্ঠানে মাথাভাঙ্গা থানার পক্ষ থেকে থানার ভারপ্রাপ্ত I . C শ্রী প্রদীপ সরকার টোটো চালকদের উদ্দেশে পথ নিরাপত্তা বিষয়ে অবহিত করে দেন I

Activities

Total Visitors http://www.hitwebcounter.com/

Emergency Help Line & Links


2015 © Cooch Behar Police | All Rights Reserved Design And Developed By: SOFTHILLS TECHNOLOGIES PVT LTD