LAST UPDATED ON : 23-12-2024
  POLICE CONTROL ROOM: 100 / 03582-227800     CHILD LINE : 1098

  সাহেবগঞ্জ থানার পক্ষ থেকে বামনহাট ২নং গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত আদিবাসী গ্রাম সিংটরিতে একটি সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে I

কোচবিহার জেলা পুলিশের অন্তর্গত সাহেবগঞ্জ থানার পক্ষ থেকে বামনহাট ২নং গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত আদিবাসী গ্রাম সিংটরিতে একটি সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে I এই অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে বাল্য বিবাহের কুফল , ড্রাগের ও মদের নেশার ক্ষতি , ইত্যাদি বিষয় এলাকাবাসীদের সচেতন করা হয় I অনুষ্ঠানের শেষ পর্বে পুলিশের পক্ষ থেকে উপস্থিত এলাকাবাসীদের বস্ত্র , ফল , ও খাবার বিতরণ করা হয় I এইরকম সচেতনতা মূলক অনুষ্ঠান কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যন্ত গ্রামের আরো বেশি করে আয়োজন করা হবে I

Activities

Total Visitors http://www.hitwebcounter.com/

Emergency Help Line & Links


2015 © Cooch Behar Police | All Rights Reserved Design And Developed By: SOFTHILLS TECHNOLOGIES PVT LTD